Breaking

Saturday, April 16, 2022

গ্রামের পর গ্রাম পুড়ে খাক

ডেস্ক রিপোর্ট :- মায়ানমার এর ঘটনা। গ্রামের পর গ্রাম পুড়ে খাক। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর, বিদ্রোহীদের আস্তানা সন্দেহে। 

সেনাশাসিত মায়ানমারের বাসিন্দারা, গাছের তলায় রাস্তার ধারে দিন কাটাচ্ছেন। সেদেশের সেনাবাহিনী জুন্টা, সম্প্রতি মধ্য মায়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীদের গ্রাম বিনও গুড়িয়ে দিয়েছে। 

একের পর এক উপগ্রহ চিত্র প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে নাসার তরফে। মায়ানমারের দুর্দশার ছবি ধরা পড়েছে তাতেই। নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। 

No comments:

Post a Comment

Adbox