Breaking

Sunday, April 24, 2022

নাবালিকা অপহরণে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে থানায় অবস্থান বিক্ষোভ বিজেপির

ডেস্ক রিপোর্ট :- গ্রামীণ হাওড়ার পাঁচলা বিধানসভার গাববেড়িয়া ছোটপোল এলাকার নাবালিকা রিয়া ঘোড়ুই কে শেখ তঈদ নামের এক ব্যক্তি অপহরণ করে বলে অভিযোগ। এই ঘটনার পর পাঁচলা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও পুলিশ শেখ তঈদকে গ্রেপ্তার করেনি। 

শনিবার বিকাল ৫ টা নাগাদ বিজেপি নেতৃত্বরা সেই নাবালিকার বাড়িতে যান এবং বাড়ির লোকজনদের সাথে কথা বলেন। আর তার পর  অভিযুক্ত শেখ তঈদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শনিবার পাঁচলা থানায় অবস্থান বিক্ষোভ করে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। 

পাঁচলা থানায় বিজেপি শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা ৩০ মিনিট নাগাদ এই অবস্থান বিক্ষোভ করে। অবশেষে থানার ও.সি. শেখ তঈদকে গ্রেপ্তার করার আশ্বাস দেওয়ায় অবস্থান-বিক্ষোভ তুলে নেয় বিজেপি। 

শনিবার বিজেপির অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস, বিজেপি হাওড়া জেলা গ্রামীণ এর সভাপতি মাননীয় অরুণ উদয় পাল চৌধুরী, বিজেপি হাওড়া জেলা গ্রামীণ এর মহিলা মোর্চার সভানেত্রী শুভ্রা ঘোষ।

উপস্থিত ছিলেন বিজেপি হাওড়া জেলা গ্রামীণ এসসি মোর্চার সভাপতি চিরন বেরা ও বিজেপি মন্ডল স্তরের একাধিক কর্মী ও সমর্থকরা। অবিলম্বে পুলিশ যথাযথ ব্যাবস্থা না নিলে বিজেপি নেতৃত্বরা বড়ো আন্দোলনের পথে নামবে বলে জানান। 

No comments:

Post a Comment

Adbox