Breaking

Friday, April 15, 2022

আজ ছুটি, ৪৮ টি মেট্রো পরিষেবা কমবে

ডেস্ক রিপোর্ট :-  শুক্রবার বাংলা নববর্ষ উপলক্ষে একাধিক সরকারি ও বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। তাই অন্যান্য কাজের দিনের তুলনায় মেট্রো পরিষেবা কিছুটা কমবে। 

আজ সবমিলিয়ে মোট ৪৮ টি মেট্রো পরিষেবা কমবে। আজ পুরো  দিনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ২৩৪ টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। 

যদিও সপ্তাহের কাজের দিনগুলিতে এই মুহূর্তে সারাদিনে ২৮২ টি মেট্রো পরিষেবা পান যাত্রীরা। 

No comments:

Post a Comment

Adbox