ডেস্ক রিপোর্ট :- টলিউড সুপারস্টার দেব এবং রুক্মিণী মৈত্র অভিনীত 'কিশমিশ' আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে সিনেমা-হলে। তার আগে নেট মাধ্যমে মুক্তি পেল এই সিনেমার নতুন গান 'জানি না ভালোলাগা'।
ইতিমধ্যেই নেট নাগরিকদের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে, নীলায়ন চট্টোপাধ্যায়ের সুরে ও লেখায় এই গানটি। এছাড়াও দেব ও রুক্মিণীর অনস্ক্রিন রসায়নও এই গানে নজর কাড়ছে দর্শকদের।
বাংলার সিনেমা প্রেমীরা এর মধ্যেই প্রশংসায় পঞ্চমুখ। নিকিতা গান্ধী ও শাশ্বত সিং এই গানটি গেয়েছেন। বলার অপেক্ষা রাখে না, এই গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়।
No comments:
Post a Comment