Breaking

Saturday, April 16, 2022

বাবুল সুপ্রিয় করবেন ১০ গোল

ডেস্ক রিপোর্ট :- তৃণমূল কংগ্রেস, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে। বিজেপি রয়েছে চতুর্থ স্থানে। 

বরং সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম, দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় মতে, এই ফলাফল প্রত্যাশিতই ছিল। তিনি পুরোপুরি আশাবাদী জয়ের ব্যাপারে। 

বাবুল সুপ্রিয় বলেন, আগের দলের (বিজেপি) হয়ে ২ গোল করলে, এখন ১০ গোল করব। অন্যদিকে বাম শিবির এই ফলাফলে উচ্ছ্বসিত। 

No comments:

Post a Comment

Adbox