Breaking

Wednesday, April 6, 2022

আজ ঝালদায় শুরু ১২ ঘণ্টার বনধ

ডেস্ক রিপোর্ট :- আজ কংগ্রেসের ডাকে ঝালদায় ১২ ঘণ্টার বনধ। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু-সহ মহিলা কংগ্রেস কর্মীরা সকাল হতে না হতেই রাস্তায় বসে পড়েন। 

পথ অবরোধ শুরু হয় ঝালদার আনন্দবাজার এলাকায়। দোকান, বাজার বন্ধ। বন্ধ যান চলাচলও। গতকাল কংগ্রেস এর মিছিলে পূর্ণিমা কান্দুর ওপর পুলিশি নিগ্রহের অভিযোগে ওঠে। 

আর তারই প্রতিবাদে আজ ১২ ঘণ্টা ঝালদা বনধের ডাক দিয়েছে কংগ্রেস। সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টা বন্ধ চলবে। 

No comments:

Post a Comment

Adbox