Breaking

Friday, April 15, 2022

অনুব্রত মণ্ডলের উপর চাপ আরও বাড়ল

ডেস্ক রিপোর্ট :- অনুব্রত মণ্ডল, শারীরিক অসুস্থতার কারণে গরু পাচারকাণ্ডের জেরা এড়িয়ে গিয়েছেন। তৃণমূল নেতা বর্তমানে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। 

ডাক্তাররা জানিয়েছেন, তাঁর দুটি অণ্ডকোষই নষ্ট হয়ে গিয়েছে। অনুব্রত, তারই মধ্যে গাড়িতে লালবাতি লাগিয়ে নিজের বিপদ আরও বাড়ালেন। তদন্ত করে জানা গিয়েছে, গাড়িটি সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট নামে এক এনজিও-র। 

সিবিআই আরও তথ্য সংগ্রহ করছে। রাজ্যপালও সরব এই বিষয়ে। বিজেপি অনুব্রতের গ্রেফতারির দাবি তুলেছে। 

No comments:

Post a Comment

Adbox