Breaking

Monday, April 11, 2022

বিয়ের সঠিক দিন জানুন রণবীর-আলিয়ার

ডেস্ক রিপোর্ট :- ১৩ এপ্রিল নয়, ১৪ এপ্রিল নয়, ১৭ এপ্রিলও নয়। রণবীর কাপুর-আলিয়া ভাট গাঁটছড়া বাঁধছেন নববর্ষের দিন। 

নির্দিষ্ট তারিখ বলে দিয়েছিলেন মহেশ ভাটের সৎ ভাই রবিন। এখন একথা স্পষ্ট যে, ভাট এবং কাপুর পরিবার যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছেন, ‘রণলিয়া’র বিয়ে সংক্রান্ত কোনও সঠিক তথ্য সংবাদমাধ্যমকে তাঁরা দেবেন না। 

তবে এটাই সত্য, নববর্ষের দিন ১৫ এপ্রিল বিয়ে করবেন রণবীর ও আলিয়া। 

No comments:

Post a Comment

Adbox