ডেস্ক রিপোর্ট :- আজ, শুক্রবার, সন্তোষী মাতার আরাধনার দিন। এদিন সন্তোষী মাতার আরাধনা করে দেবীর আশীর্বাদে নিজের জীবনে ও সংসারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুন।
দেবীর আরাধনার সময় একটি প্রণাম মন্ত্র পাঠ করুন। আসুন জেনে নেওয়া যাক সেই প্রণাম মন্ত্রটি।
প্রণাম মন্ত্ৰটি হল - ওঁ শ্ৰী সন্তোষী মহামায়ে,
গজানন্দময় দায়িনী।
শুক্রবার প্রিয়ে দেবী, নারায়ণী নমহস্তুতে।
No comments:
Post a Comment