Breaking

Tuesday, March 29, 2022

IPL 2022 : আইপিএলের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো গুজরাত

ডেস্ক রিপোর্ট :- আইপিএলের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো গুজরাত। গুজরাত টাইটান্স সোমবার জয়ী হয়েছে দুই নবাগতর লড়াইয়ের জন্য। 

দুই নবাগত দল গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস আইপিএলে প্রথমবার খেলতে নেমেছিল সোমবার। আর সেই লড়াইয়ে গুজরাত, লখনউকে হারিয়ে দিল ৫ উইকেটে। 

লখনউ এদিন প্রথমে ব্যাট করে টসে হেরে। লখনউ প্রথমে ব্যাট করে ১৫৮ রান করে। দীপক হুডা (৫৫ রান) ও আয়ুষ বাদানির (৫৪ রান) এর দুর্দান্ত ব্যাটিং এর দাপটে লখনউ এই স্কোর করে। মহম্মদ শামি গুজরাতের হয়ে ৩ টি উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমে গুজরাত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ১৯.৪ ওভারেই। রাহুল তেওয়াটিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪০ রান করেন। 

No comments:

Post a Comment

Adbox