Breaking

Friday, March 11, 2022

Breaking : ভারতীয় সেনার হেলিকপ্টার ভেঙে পড়ল

ডেস্ক রিপোর্ট :-  ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরের বারাউম এলাকাতে। যানটির চালক ও সহকারী চালক সেটি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন, যানটির ভেঙে পড়ার আগে। 

উদ্ধার অভিযান চলছে তাদের খোঁজার জন্য। উদ্ধারকারী দলকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা, কারণ এলাকাটি হিমালয়ের বুকে বরফে ঢাকা অঞ্চল। মৃত্যুর আশঙ্কা রয়েছে অনেকেরই। 

No comments:

Post a Comment

Adbox