Breaking

Tuesday, March 29, 2022

বারুইপুর পুলিশের বড়ো সাফল্য, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র

ডেস্ক রিপোর্ট :- বারুইপুর পুলিশের আবারও বড়ো সাফল্য, উদ্ধার করলো বেআইনি আগ্নেয়াস্ত্র। বারুইপুর পুলিশ গতকাল গভীর রাতে নাকা তল্লাশি চালায় জেলার জীবনতলা থানায়। আর তল্লাশি চালিয়ে বারুইপুর পুলিশ উদ্ধার করে দুইটি বেআইনী আগ্নেয়াস্ত্র। ধৃত দুই দুষ্কৃতী।
গতকাল গভীর রাতে নাকা তল্লাশি চলাকালীন জীবনতলা থানায় একটি সন্দেহজনক মোটরবাইক ও দুই আরোহীকে আটক করেন বারুইপুর পুলিশের অফিসাররা। 

নিকটবর্তী মিনাখাঁ থানার পাশে অবস্থিত জীবনতলা থানার সুরিরাইট, বর্গাপাড়া নামক জায়গাটি থেকে গভীর রাতে এই বাইক আরোহীকে ধরে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন কর্মরত পুলিশ অফিসাররা। 

তারপর বাইকের সিটকভার তুলে উঁকি মারতেই খুঁজে পাওয়া যায় দুইটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি কার্তুজ। ধৃত দুইজনের নাম হলো - বাকিবুল্লা মোল্লা (২৮ বছর) ও জয়নাল লস্কর (৩৩ বছর)। দু'জনের বাড়িই উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানার  আমতলা, কুমারজোল- এ। গ্রেফতার করা দুই দুষ্কৃতীকে  পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। 

No comments:

Post a Comment

Adbox