Breaking

Friday, March 11, 2022

পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যে গেরুয়া ঝড় বেসামাল বিরোধীরা

ডেস্ক রিপোর্ট :- গতকাল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ সম্পন্ন হয়েছে। আর ফল প্রকাশের পর দেখা গেল একমাত্র পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যে ফুটেছে পদ্মফুল। গেরুয়া ঝড়ে কার্যত বেসামাল বিরোধী শিবির। পাঁচ রাজ্যের মিলিয়ে বিধানসভা নির্বাচনে মোট আসন সংখ্যা ৬৯০ টি। 

আর তার মধ্যে বিজেপি জোটের দখলে এসেছে মোট ৩৭১ টি আসন। অন্যদিকে সমস্ত দল মিলিয়ে মোট ৩১৯ টি আসন পেয়েছে। এই পাঁচ নির্বাচনের ফলাফল দেখে বোঝা যাচ্ছে, কংগ্রেসের উপর আস্থা হারিয়েছেন আমজনতা। আম আদমি পার্টি এই প্রথম দিল্লির বাইরে অন্য কোনো রাজ্যে সরকার গঠন করতে চলেছে। আর সমাজবাদী পার্টিকে ক্লাসের 'সেকেন্ড বয়' হয়েই থাকতে হলো।

No comments:

Post a Comment

Adbox