Breaking

Tuesday, March 29, 2022

নুডলস শেষ করছে আপনার শিশুর শরীরকে

ডেস্ক রিপোর্ট :- বাড়ির বাচ্চা যখনই বলছে খিদে পেয়েছে, ঠিক তখনই আপনি তাকে বানিয়ে দিচ্ছেন নুডলস।  দু'মিনিটে নুডলস বানাতে  অনেক সুবিধা হয়। 

এটা সত্যি যে, নুডলসকে আমরা অনেকেই কিন্তু সুষম খাবারের তালিকায় রেখে থাকি। এই খাবার কম বেশি প্রত্যেকের বাড়ির শিশুরাই খুব পছন্দ করে। 

কিন্তু পুষ্টিবিদদের মত অনুযায়ী, অনেক খারাপ দিকও রয়েছে এই নুডলসের।  এমএসজি ব্যবহৃত হয় প্যাকেটজাত নুডলস সংরক্ষণের জন্য। যেটা  প্রভাব ফেলে আপনার শিশুর স্নায়ুতন্ত্রে। 

এমনকি ক্ষতি হতে পারে লিভারেরও। শৈশবেই বেড়ে যেতে পারে কোলেস্টেরল এর মাত্রা। নুডলস উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসও বাড়ায়। 

No comments:

Post a Comment

Adbox