রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : পৌর নিগমের শপথ নেওয়া নিয়ে জোর বিতর্ক তৈরি হলো আসানসোলে। জানা গেছে শুক্রবার আসানসোল রবীন্দ্রভবনে শপথ বাক্যের কাগজ উল্টে ধরে শপথ নেওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।শুক্রবার এই দৃশ্য দেখা গেল আসানসোলের রবীন্দ্রভবনে।সূত্রের খবর এদিন রবীন্দ্র ভবনে আসানসোল পৌরনিগমের ১০৬ জন নব নির্বাচিত কাউন্সিলারদের শপথ অনুষ্ঠান হয়। আর এই শপথ অনুষ্ঠান ঘিরেই দেখা যায় আসানসোল পৌরনিগমের কাউন্সিলার উষা পাশোয়ান শপথ বাক্যের কাগজ উল্টে ধরে শপথ পড়তে থাকে। এমন সময় এই দৃশ্য দেখতে পেয়ে পৌরনিগমের একজন এসে সেই কাগজ ঠিক করে দেয়। আর তা নিয়েই শুরু হয় এই বিতর্ক।
এদিকে সাধারণত শপথ গ্রহণ অনুষ্ঠান ভাবগম্ভীর পরিবেশে হয়ে থাকে। যিনি বা যারা শপথ নেন তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা কম নয়। তবে এদিনের অনুষ্ঠানে তার ছন্দপতন ঘটে গেল। সরকার শিক্ষাক্ষেত্রে যতই বাংলায় এগিয়ে থাক বলে বুক বাজিয়ে দাবি করুক না কেন শুক্রবার রবীন্দ্র ভবন তার বিপরীত চিত্র দেখল পুর বোর্ডের শপথগ্রহণ অনুষ্ঠানে। নবনির্বাচিত কাউন্সিলর শপথ বাক্য লেখা কাগজটি উল্টো করে ধরে শপথ নিতে যাচ্ছিলেন আর কি। ভাগ্যিস মঞ্চে উপস্থিত একজনের চোখে পড়ল সেটা।
আর এর পরেই তিনি সঙ্গে সঙ্গে ওই কাগজটি সোজা করে ধরিয়ে দিলেন ওই কাউন্সিলরের হাতে। নির্বাচিত কাউন্সিলর রীতিমতো স্মার্ট। কোন কিছু প্রতিক্রিয়া না দিয়ে তার প্রমাণ রাখলেন এবং যেন কিছুই হয়নি এইভাবে শপথ বাক্য পাঠ করলেন। দর্শকদের একাংশের নির্ঘাত দাদা ঠাকুর এর কথা মনে পড়ে গিয়েছে এই কাণ্ড দেখে। সেখানেও এক কাউন্সিলর নাম সই করেছেন কং জং মি লিখে। বেচারা নিরক্ষর কাউন্সিলর জঙ্গিপুরের কাউন্সিলর হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন এই ভাবেই।
যদিও এখানে অবশ্য ব্যাপারটা ঠিক কি ঘটেছিল তা আদেও বোঝা যাচ্ছে না। আর এর পরেই ওই কাউন্সিলর হাসির খোরাক হয়ে যায় সকলের কাছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ড্যামেজ কন্ট্রোল এর অভাব নেই। এরকমই একজনকে দেখা গেল। যুক্তি দিলেন , আসলে এটা নার্ভাসনেস। প্রথমবার কাউন্সিলর হয়েছেন তো। তাই একটু ঘাবড়ে গিয়ে ছিলেন। পরে সব ঠিক হয়ে যাবে। ভদ্রলোকের দার্শনিক উক্তি, সময়ই সব বদলায়। তাকেও বদলে দেবে। দিলে ভালই আর না দিলে? সেটা না হয় ভবিষ্যতের হাতেই ছেড়ে দেওয়া যাক। আমরা তো শুধু জনগণ। কি হবে এসব ভেবে? এমনটাই বলছেন কেউ কেউ।
No comments:
Post a Comment