রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোলের রেলপারে ওকে রোড অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।
শনিবার আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপার ওকে রোড অটো স্ট্যান্ডের কাছে গাড়ুই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। আসানসোল পৌর নিগম ভোটের প্রাক্কালে মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এমনকি ঘটনাস্থলে আসেন আসানসোল পৌর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থী আফতাব আলম এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হাজী নাসিম আনসারী।
তৃণমূল প্রার্থী হাজী নাসিম আনসারী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। তিনি জানান, মৃতদেহটি এক পুরুষের মৃতদেহ। দেখে মনে হচ্ছিল অনেক দিনের মৃতদেহ।
বামফ্রন্ট প্রার্থী আফতাব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। মৃতদেহটি ৪০-৪৫ বছরের কারো হবে। মৃতদেহটি অনেক দিনের হবে, কারণ মৃতদেহ থেকে দুর্গন্ধ আসছিল। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে।
No comments:
Post a Comment