Breaking

Saturday, February 5, 2022

পৌর নিগমের নির্বাচনী প্রচারে এসে কাল্লা এলাকায় রোড শো করলেন শতাব্দী রায়

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল পৌর নিগমের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উৎপল সিংহ এর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে রোড শো করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। 

শনিবার আসানসোলের কাল্লা এলাকায় তিনি এই রোড করেছেন। এদিন হুড খোলা গাড়িতে চড়ে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে রোড শো করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। 

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১২ ই ফ্রেবয়ারি, আসানসোল পৌর নিগম এর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে তারকারা নির্বাচনী প্রচারে আসছেন। এদিন তৃণমূল প্রার্থী উৎপল সিংহ এর সমর্থনে নির্বাচনী প্রচারে কাল্লা এলাকায় রোড শো করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। 

এদিন শতাব্দী রায় বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিন, তৃনমূলের উপর আস্থা রেখে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর আস্থা রেখে ভোট দিন। বিজেপি বাংলা দখল করবে বলেছিল, কিন্তু তার পর তাদের দলের কি অবস্থা হয়েছিল সেটা মানুষজন দেখেছেন। তাই এই বারও কি হবে সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কমিটমেন্ট করেছিলেন সবই করেছেন, তাই তৃণমূলকে ভোট দিন আগামী দিনে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই রাখা হবে। 

No comments:

Post a Comment

Adbox