Breaking

Sunday, February 27, 2022

হাওড়ায় বাম ছাত্র যুব কর্মীদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে আসানসোলে পথ অবরোধ বামেদের

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : ছাত্র নেতা আনিস খান হত্যার ঘটনার প্রকৃত বিচারের দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি। আর এরই মাঝে আজ শনিবার বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের দপ্তর ঘেরাও এর ডাক দেওয়া হয়। আর সেই অভিযান ঘিরেই উত্তাল হয়ে ওঠে হাওড়ার পাঁচলা। গ্রেপ্তার করা হয় একাধিক বাম ছাত্র, যুব নেতাকে।
এসপি দপ্তর অভিযানে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয় মিনাক্ষী মুখার্জী, দুলু দাস, দেবজ্যোতি সাহা, সৃজন ভট্টাচার্যরা। আর এর পরেই বাম পুলিশের হাতে ধৃত বাম ছাত্র যুবদের নিরসর্তে মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় চলে পথ অবরোধ।
আর তারই ফল স্বরূপ এদিন সন্ধ্যায় আসানসোলের নিয়ামতপুরে প্রায় ৩০ মিনিট পথ অবরোধে সামিল হয় ডিওয়াইএফআই কর্মীরা। অন্যদিকে ওই একই দাবিতে আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই কর্মীরা। আর এদিন বিক্ষোভ থেকে বাম নেতারা বলেন, হাওড়ায় পুলিশ খুন করেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আলিয়া খানকে। আর এই ঘটনায় জড়িতদের অভিলম্বে শাস্তির দাবিতে আজ হাওড়ায় এসপি অফিসে বিক্ষোভ দেখতে যায় কর্মীরা। কিন্তু পুলিশ আমাদের কর্মীদের উপর নির্মম ভাবে লাঠি চালায়। পাশাপাশি গ্রেপ্তার করা হয় আমাদের একাধিক কর্মীকে। আর সেই সব কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ আমাদের এই পথ অবরোধ ও থানায় বিক্ষোভ কর্মসূচি। 

No comments:

Post a Comment

Adbox