Breaking

Thursday, February 3, 2022

বিদ্যুৎ ও জল বিচ্ছিন্ন করার প্রতিবাদে ইসিএলের কাল্লা হাসপাতালে বিক্ষোভ তৃণমূলের

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোলের কাল্লায় বিদ্যুৎ ও জল বিছিন্ন করার প্রতিবাদে ইসিএলের কাল্লা হাসপাতালে বিক্ষোভ দেখালো তৃণমূল। বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিংহ এর নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়েছে।

জানা গিয়েছে, কাল্লা এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে ইসিএল কতৃপক্ষ অভিযান শুরু করে। ইতিমধ্যেই অবৈধ দখলদারদের বিদ্যুৎ ও জল পরিষেবা বিছিন্ন করা হয়েছে। এই ঘটনার পর এদিন ইসিএলের কাল্লা হাসপাতাল চত্বরে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভ এর মাধ্যমে তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ ও জল পরিষেবা চালু করতে হবে। 

এদিন বিক্ষোভকারী বাসিন্দারা জানান, আমাদের বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে। আমাদের এর জন্য খুবই সমস্যা হচ্ছে। তাই আমরা আজ এখানে এসেছি। গরমকাল আসছে , বিদ্যুৎ না হলে আমাদের খুব কষ্ট হবে। আমাদের জল এর লাইন ও কেটে দেওয়া হয়েছে। 

আসানসোল পৌর নিগমের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিংহ এদিন এ প্রসঙ্গে বলেন, কাল্লা হাসপাতাল এর আন্দোলন আজকের নয়। এর আগেও এখানের বহু মহিলা যারা আয়ার কাজ করে নিজেদের রুজিরুটি চালায়, তাদের বরখাস্ত করেছিল এই হসপিটাল। 

কেন্দ্রের বিজেপি সরকার আর সিপিআইএম এক সাথে কাজ করে এখানের প্রায় ৩৫-৪০ জন আয়াকে বরখাস্ত করে তাদের রোজগার বন্ধ করেছে। সেই নিয়েও আমরা আন্দোলন করেছিলাম। এখন তাদের বস্তি থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের বাড়ির বিদ্যুৎ কেটে দেওয়া হচ্ছে, জলের লাইন কেটে দেওয়া হচ্ছে। তাই আজ তাদের জন্য তৃণমূল কংগ্রেস আন্দোলনে নেমেছে। আর যতদিন তৃণমূল বাংলার বুকে থাকবে গরীব মানুষের স্বার্থে কেউ আঘাত আনতে পারবে না। 

আমার দলিত ভাই বোনেরা বংশানুক্রমিক ভাবে যেখানে বসবাস করছে, তাদের সেখানেই থাকতে দিতে হবে। তাদের ইলেকট্রিসিটি দিতে হবে। তাদের জল পরিষেবা দিতে হবে। তা না হলে আমার দলিত ভাই বোনেদের আমি আরো বৃহত্তর আন্দোলনে নামবো। পাশাপাশি তিনি জানান, আমাদের এই দাবি গুলো না মানলে ১২ ই ফ্রেবয়ারির ভোটের পর বৃহত্তর আন্দোলন করার হুসিয়ারি দিয়েছেন তৃণমূল প্রার্থী উৎপল সিংহ। 


No comments:

Post a Comment

Adbox