প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : কেপ টাউনে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতীয় উইকেট - রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ এর ব্যাট থেকে এলো দুর্দান্ত শতরান। কিন্তু তার পরেও ভারত দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য বড়ো রানের লক্ষমাত্রা রাখতে ব্যর্থ। তার কারণ ভারতের দ্বিতীয় ইনিংসে একমাত্র ঋষভ পন্থ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। ক্যাপ্টেন বিরাট কোহলি কিছুক্ষন ক্রিজে টিকে থাকলেও তার ব্যাট থেকে বড়ো রান আসেনি।
তৃতীয় দিনে ভারত ২ উইকেটে ৫৭ রান নিয়ে ব্যাট করতে আসে। পুজারা ৯ রানে ও ক্যাপ্টেন বিরাট কোহলি ১৪ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে পুজারা কোনো রান যোগ না করেই মার্কো জন্সেন এর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। অজিঙ্কা রাহানে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন (১ রান)। তৃতীয় দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টায় ভারতের দুটি উইকেটের পতন ঘটায় বিরাট কিছুটা সামলে খেলা শুরু করেন।
এরপর ক্রিজে আসেন ঋষভ পন্থ। বিরাট ও ঋষভ মিলে ৯৪ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন। তারপর বিরাট লুঙ্গি নগীডির বলে ২৯ রান করে আউট হয়ে যায়। এরপর দক্ষিণ আফ্রিকার বোলাররা ভারতীয় ইনিংসের একের পর এক উইকেটের পতন ঘটাতে থাকে। ঋষভ পন্থ এই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে শতরান পূর্ণ করেন। ঋষভ এই ইনিংসে ১৩৯ বল খেলে ১০০* রান করেন। এই ইনিংসে ঋষভ ৬ টি চার ও ৪ টি ছয় মারেন। ঋষভ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের প্রথম উইকেট রক্ষক হিসেবে তিনি শতরান করলেন। এর আগে ঋষভ ইংল্যান্ডের মাটিতে (২০১৮ সালে) ও অস্ট্রেলিয়ার মাটিতে (২০১৯ সালে) শতরান করেছিলেন। এদিন ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯৮ রানে (অলআউট)। ভারত, দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২১২ রানের লক্ষ্যমাত্রা রাখে।
দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার বোলাররা দুর্দান্ত বোলিং করেন। ঋষভ ছাড়া কোনো ব্যাটসম্যানই তাদের বোলিংয়ের সামনে টিকতে পারেনি। কাগিসো রাবাডা ৩ টি, মার্কো জন্সেন ৪ টি ও লুঙ্গি নাগীডি ৩ টি উইকেট নেন। এই টেস্টে ভারতের দুটি ইনিংসের মোট ২০ টি উইকেটই হয়েছে ক্যাচ আউট। এই রকম ঘটনা টেস্ট ম্যাচে প্রথম বার ঘটলো।
দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংস শুরু করলে শুরুটা ভালো হয়নি। দলের রান যখন ২৩, তখন এইডেন মার্করাম মোহাম্মদ সামির বলে ব্যাক্তিগত ১৬ রান করে আউট হয়ে যান। তৃতীয় দিনের একেবারে শেষে দক্ষিণ আফ্রিকা তাদের ক্যাপ্টেন ডিন এলগার এর উইকেট হারায়। ডিন এলগার ৩০ রানের মাথায় জাসপ্রিত বুমরার বলে আউট হয়ে যান। দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের খেলা শেষে ২ উইকেটে ১০১ রান করে। এই টেস্ট ম্যাচ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আরো ১১১ রানের। হাতে রয়েছে দুটি দিন ও ৮ টি উইকেট। ভারতকে জিততে হলে নিতে হবে ৮ টি উইকেট।
ম্যাচের স্কোর কার্ড -
ভারত - ২২৩ ও ১৯৮
দক্ষিণ আফ্রিকা - ২১০ ও ১০১/২*
দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ১১১ রান।
No comments:
Post a Comment