Breaking

Tuesday, January 25, 2022

৯ই ফ্রেবয়ারি থেকে পাঁচ জোড়া ট্রেনে রিজার্ভেশন ছাড়াই যাতায়াত করা যাবে, নির্দেশিকা রেল কতৃপক্ষের

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : পূর্ব রেল ডিভিশনে আগামী ৯ ই ফ্রেবয়ারি থেকে পাঁচ জোড়া ট্রেনে রিজার্ভেশন ছাড়াই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। মঙ্গলবার এই মর্মে পূর্ব রেলের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে।এর ফলে রিজার্ভেশন ছাড়াই সাধারন টিকিটেই যাত্রীরা এই সমস্ত ট্রেনে ভ্রমন করতে পারবেন। জানা গিয়েছে, কোলফিল্ড এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া মালদা এবং হাওড়া রামপুরহাট এক্সপ্রেস ট্রেনে আগামী ৯ ই ফ্রেবয়ারি থেকে সাধারণ টিকিটে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এই খবরে খুশি সাধারণ রেল যাত্রীরা। 

No comments:

Post a Comment

Adbox