প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : আইএসএল ২০২১-২২ মরশুমের ৪৪ নম্বর ম্যাচে বুধবার মুখোমুখি মাঠে নামে এটিকে মোহনবাগান ও এফসি গোয়া। মরশুমের শুরুর দিকে টানা ৪ টি ম্যাচে হারের মুখ দেখে এটিকে মোহনবাগান। এই হারের ফল স্বরূপ এটিকের দীর্ঘ সময়ের কোচ হাবাসের বিদায় ঘটে। আর তারপর মোহনবাগানের নতুন কোচ হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন জুয়ান ফেরান্দও। আর নতুন কোচ জুয়ান এর দায়িত্ব নেওয়ার পর সবুজ - মেরুন শিবিরে ফিরে আসে জয়। টানা দুটি ম্যাচে জয় অর্জন করে মোহনবাগান শিবির। বুধবার সবুজ - মেরুন বাহিনী ২ - ১ গোলে হারায় এফসি গোয়াকে। আর এই জয়ের সাথে সাথেই পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এলো ফেরান্দর এটিকে। এবার মোহনবাগানের একটাই লক্ষ্য নক আউট - এ নিজের জায়গা পাকা করা।
ম্যাচের প্রথমার্ধে, ২৩ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর করা গোলে এগিয়ে যায় মোহনবাগান (১-০)। এরপর দ্বিতীয়ার্ধে, ৫৬ মিনিটের মাথায় রয় কৃষ্ণার করা গোলে আরো ব্যাবধান বাড়ায় সবুজ - মেরুন বাহিনী (২-০)। দ্বিতীয়ার্ধে মোহনবাগান বেশির ভাগ সময়ই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল।
এরপর ৮৩ মিনিটের মাথায় এফসি গোয়া একটি গোল শোধ করে। গোয়ার হয়ে একমাত্র গোল করেন ওর্তিজ। এরপর আর গোল শোধ করতে পারেনি গোয়া। ফলে ২-১ গোলে এই ম্যাচটিকে নিজের নামে করে নেয় সবুজ - মেরুন ব্রিগেড।
No comments:
Post a Comment