Breaking

Thursday, December 30, 2021

IND vs SA 2021 - 22 : দক্ষিণ আফ্রিকার দুর্ভেদ্য ঘাঁটি সেঞ্চুরিয়ানে বিজয় পেলো বিরাট বাহিনী

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : সেঞ্চুরিয়ান টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৪ উইকেটে ৯৪ রান। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ডিন এলগার ৫২ রানে ক্রিজে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনেই সামি, বুমরাহ ও সিরাজ - রা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ধস নামানো শুরু করে দিয়েছিল। 

পঞ্চম তথা শেষ দিনের খেলা শেষ হওয়ার আগে ভারতের সেঞ্চুরিয়ান টেস্ট জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৬ টি উইকেট। কিন্তু এদিন ভারতের জয়ের বাধা সৃষ্টি করতে পারতো বৃষ্টি। কিন্তু তেমন কিছু বাধা সৃষ্টি হয়নি। ভারত তাদের বিজয় পতাকা ওরালো সেঞ্চুরিয়ানে। 

দক্ষিণ আফ্রিকা পঞ্চম দিনে ৯৪ রান নিয়ে খেলা শুরু করে। কিন্তু যখন দলের রান ১৩০ হয়, তখন তাদের ইনিংসের পঞ্চম উইকেটের পতন ঘটে। আর আজকের দিনের প্রথম উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ডিন এলগারকে (৭৭ রান) এলবিডব্লিউ করে জাসপ্রিত বুমরাহ সাজঘরের পথ দেখান। এরপর থেকেই দক্ষিণ আফ্রিকার একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে। এরপর দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেট হিসাবে আউট হন উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক (২১ রান)। মোহাম্মদ সিরাজ, ডি কক - কে নিজের শিকার বানান। দক্ষিণ আফ্রিকার ডুবতে বসা ইনিংসের একদিক ধরে রেখেছিল টেম্বা বাভুমা। কিন্তু অন্যদিকে উইকেট পতন ঘটা অব্যাহত ছিল। ভারতীয় বোলারদের সামনে কোনো ব্যাটসম্যানই টিকতে পারেনি। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৯১ রানে (অলআউট)। আর সেই সঙ্গে চলতি বছরের শেষ টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় অর্জন ভারত। ভারত সেঞ্চুরিয়ান টেস্ট ম্যাচটিকে ১১৩ রানে জেতে। 

দ্বিতীয় ইনিংসে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি দুজনে ৩ টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ও রবীচন্দ্রন অশ্বিন দুজনে নিয়েছেন ২ টি করে উইকেট। পঞ্চম দিনে ভারতীয় বোলাররা ৯৭ রান দিয়ে অবশিষ্ট ৬ টি উইকেট তুলে নেয়। প্রথম ইনিংসে দুর্দান্ত শতরানের জন্য ভারতীয় ওপেনার কে এল রাহুল - কে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সফরে ভারত তিনটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্ট ম্যাচে জিতে ভারত এই সিরিজে ১-০ তে এগিয়ে গেলো। বাকি দুটি টেস্টের মধ্যে একটি টেস্টে জয় পেলেই ভারত প্রথম বারের জন্য দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতবে। 

সেঞ্চুরিয়ানের এই ঐতিহাসিক জয় ভারতকে বেশ কিছু রেকর্ডের মালিক করে দিয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভারত, অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গাব্বা তে দুর্দান্ত এক জয় অর্জন করেছিল। ক্রিকেট মহলে কথিত আছে, ব্রিসবেনের গাব্বা অস্ট্রেলিয়ার একটি অপরাজেয় ঘাঁটি। ৩৩ বছর এখানে অস্ট্রেলিয়াকে কোনো দল হারাতে পারে নি। অজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই অসাধ্য সাধন করে দেখিয়েছিল। ঋষভ পন্থ এর সেই দুর্দান্ত ইনিংস এখনও ভোলেনি ক্রিকেট প্রেমীরা। এমনকি ভারত সেখানে সিরিজেও জয় লাভ করে। 
আর এবার বছরের শেষ টেস্টে ভারত বিরাট কোহলির নেতৃত্বে আর একটি অসাধ্য সাধন করলো আজ। দক্ষিণ আফ্রিকা ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে সেঞ্চুরিয়ানে হারেনি। ভারত দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে তাদের এই দুর্গে নিজের বিজয় পতাকা উড়িয়ে দিল। 

আর এই সেঞ্চুরিয়ান টেস্ট জয়ের প্রধান কারিগর হলো ভারতীয় বোলাররা। মোহাম্মদ সামি এই টেস্টের প্রথম ইনিংসে ৫ টি ও দ্বিতীয় ইনিংসে ৩ টি উইকেট নিয়েছেন। অন্যদিকে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও রবীচন্দ্রন অশ্বিন প্রত্যেকে এই টেস্ট ম্যাচে নিজের ভূমিকা পালন করেছেন। 
ম্যাচের সম্পূর্ণ স্কোর কার্ড - 
ভারত (প্রথম ইনিংস) - ৩২৭/১০ (১০৫.৩ ওভার) 
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) - ১৯৭/১০ (৬২.৩ ওভার) 
ভারত (দ্বিতীয় ইনিংস) - ১৭৪/১০ (৫০.৩ ওভার) 
দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস) - ১৯১/১০ (৬৮ ওভার) 

ভারত ১১৩ রানে জয়ী। 
ম্যাচের সেরা - কে এল রাহুল (ভারত) 

No comments:

Post a Comment

Adbox