নিজস্ব প্রতিবেদন, আমার কলম : আইএসএল ২০২১-২২ মরশুমের ২৫ নম্বর ম্যাচে শনিবার মুখোমুখি হয় চেন্নাইয়ান এফসি ও এটিকে মোহনবাগান। কিন্তু এই ম্যাচেও জয় অধরাই রইলো এটিকে মোহনবাগানের। চেন্নাইয়ান এফসি বিরুদ্ধে ১-১ এ ড্র করলো এটিকে মোহনবাগান। লিস্টন কোলাসো - র গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ভ্লাদিমির কোমান এর গোলে চেন্নাইয়ান এফসি গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায়।
প্রথম থেকেই মোহনবাগান আক্রমণ করলেও আর গোল করতে পারেনি। একইভাবে চেন্নাইয়ান এফসিও আর গোল করতে পারেনি। ফলে ফুলটাইমে ১-১ এ ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।
Atk
ReplyDelete