Breaking

Sunday, December 12, 2021

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উলুবেড়িয়া পূর্বচক্রের ৬২তম সম্মেলন অনুষ্ঠিত হল

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : ১১ই ডিসেম্বর, শনিবার, গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বুড়িখালিতে অবস্থিত গিরীকুঞ্জ ভিলাতে অনুষ্ঠিত হয় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উলুবেড়িয়া পূর্বচক্রের ৬২তম সম্মেলন। 
এদিন এবিপিটিএ উলুবেড়িয়া পূর্বচক্রের ৬২তম সম্মেলনের উদ্বোধন করেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কার্তিক খাটা। এছাড়াও এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সমীর মান্না। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা হাওড়া জেলা ৫ নম্বর জোনাল সম্পাদক সঞ্জয় সাহা। উপস্থিত ছিলেন জোনাল নেতৃত্ব বিজয় সাউ। 
এই সম্মেলনে ৯৩ জন প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট অতিথি নিয়ে মোট ১০১ জন উপস্থিত ছিলেন। এই সম্মেলন মঞ্চ থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত ১২ জন প্রাক্তন শিক্ষক - শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে ৮ জন প্রতিনিধি বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন। 
এই ৬২তম সম্মেলন থেকে মোট ৩০ জন চক্র পরিষদের নেতৃত্ব নির্বাচিত হন। এই চক্রের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সুলতা ঘোষাল। সভাপতি নির্বাচিত হয়েছেন সুকুমার প্রামাণিক। সম্পাদক নির্বাচিত হয়েছেন সৌমেন বাগ। 

No comments:

Post a Comment

Adbox