Breaking

Friday, December 3, 2021

জেনে নিন আজকের রাশিফল (শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১)

১) মেষ রাশি - এই রাশির জাতক জাতিকারা এদিন শরীর ভাবাবে। নিজের শরীরের প্রতি যত্নবান হোন। 

২) বৃষ রাশি - এই রাশির জাতক জাতিকাদের এদিন নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রীতি বৃদ্ধি পাবে। 

৩) মিথুন রাশি - এই রাশির জাতক জাতিকাদের এদিন উদ্যম বৃদ্ধি পাবে। নতুন উদ্যমে কাজে যোগ দিন।

৪) কর্কট রাশি - এই রাশির জাতক জাতিকাদের এদিন অবসাদ বৃদ্ধি পাবে। নিজেকে কাজে নিযুক্ত করুন, দেখবেন মন ভালো হয়ে যাবে।

৫) সিংহ রাশি - এই রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা আজ প্রতিকূল। নিজের ধৈর্য বজায় রাখুন। 

৬) কন্যা রাশি - এই রাশির জাতক জাতিকাদের অনুকূল পরিবেশ এর অনুভূতি হবে আজ। আজ দিনটি শুভ। 

৭) তুলা রাশি - এই রাশির জাতক জাতিকারা আজ একটু বুঝে কথা বলুন। অপ্রিয় সত্য কথা এদিন না বলাই ভালো। 

৮) বৃশ্চিক রাশি - এই রাশির জাতক জাতিকাদের মনে আজ সাহস বৃদ্ধি করে। এই সাহসকে সম্বল করেই নতুন কাজে নিযুক্ত  করুন নিজেকে। 

৯) ধনু রাশি - এই রাশির জাতক জাতিকাদের মনে ইতস্তত ভাব লক্ষ্য করা যাবে। মনকে শান্ত করুন আজ। 

১০) মকর রাশি - এই রাশির জাতক জাতিকাদের এদিন আয় বৃদ্ধি পেতে পারে। কর্মে পদোন্নতির সম্ভাবনা। 

১১) কুম্ভ রাশি - এই রাশির জাতক জাতিকারা আজ কর্মে লাভবান হতে পারেন। আজ অর্থ প্রাপ্তি ঘটতে পারে। 

১২) মীন রাশি - এই রাশির জাতক জাতিকাদের মনে আজ অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। নিজের মনকে সংযত করুন আর কাজে যোগ দিন।

No comments:

Post a Comment

Adbox