নিজস্ব প্রতিবেদন, হাওড়া : দীর্ঘদিন ধরেই বন্ধ অবস্থায় পরে রয়েছে হাওড়ার সাঁকরাইলের মানিকপুরের ডেল্টা জুটমিল। আর তার জেরেই চরম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে ওই মিলে কর্মরত কয়েক হাজার কর্মচারী ও তাদের পরিবারেরা। আর এবার সেই মিল খোলা নিয়ে আন্দোলনে নামলো হাওড়া জেলা সিটু নেতৃত্ব।
মঙ্গলবার সিটুর উদ্যোগে হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে ডেল্টা জুট মিল অভিলম্বে খোলার দাবিতে এক গন কনভেনশন করলো সিআইটিইউ নেতৃত্ব। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটু হাওড়া জেলা সম্পাদক সমীর সাহা সহ সিটুর অন্যান্য নেতৃত্ব। আর এদিনের এই গণ কনভেনশন থেকে অভিলম্বে মিল খোলার জন্য তিনি আহবান জানান মিল কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি শ্রম দপ্তরের হস্তক্ষেপের দাবিও জানায় তারা


No comments:
Post a Comment