Breaking

Thursday, December 2, 2021

বাউরিয়াতে প্রতিবাদ দিবস পালন করলো বামেরা

নিজস্ব প্রতিনিধি , উলুবেড়িয়া : বিশ্ব জুড়ে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে। আর তারই প্রতিবাদে বুধবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়াতে বাউড়িয়া নর্থ মিল গেট সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সভা করলো সিপিআইএম কর্মীরা। মূলত সিপিআইএম উলুবেড়িয়া পৌর উত্তর এড়িয়া কমিটির উদ্যোগে আয়োজিত হয় এদিনের এই প্রতিবাদ সভা। 

আর এদিনের এই প্রতিবাদ সভা থেকে এধরণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান বাম কর্মীরা। এদিকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনোজ ব্যানার্জি,  সৌমেন বাগ, সেলিম মোল্লা। এছাড়া ও সিটুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ জাকির,জিয়াদ আলী গায়েন, শেখ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

No comments:

Post a Comment

Adbox