প্রদীপ কুমার সাঁতরা , উলুবেড়িয়া : বর্তমানে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এর বিধায়ক হলেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার বিদেশ বসু। আর শুরু থেকেই বিধায়ক এই কেন্দ্রের সমস্ত রকমের খেলাধুলা ও ফুটবলের মানোন্নয়নের দিকে জোর দিয়েছেন। কারণ যুব সমাজকে সুস্থ ও সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আর সেই উদ্দেশ্যেই খেলার মানোন্নয়ন ও আধুনিকরনের দিকে বিধায়ক বিদেশ বসু জোর দিয়েছেন।
আর তার জন্যই বিধায়ক বিদেশ বসু রবিবার উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠ পরিদর্শন করলেন। রবিবার তিনি এই স্টেডিয়ামের আধুনিকরণ করার জন্য কলকাতা থেকে নিয়ে আসেন এক বিশেষজ্ঞ কমিটি। রবিবার বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ছিলেন ওনার পুত্র তথা বিশিষ্ট সমাজসেবী বিশেষ বসু। এছাড়াও ওনার সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গগণ।


No comments:
Post a Comment