বিনোদন ডেস্ক : সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ জনপ্রিয় সচিন - তনয়া সারা তেন্ডুলকর। সারা - কে নিয়ে বারবার বিভিন্ন গুঞ্জন উঠেছে। ২৪ বছর বয়সী সারা এবার এবার মডেলিংয়ে হাতেখড়ি করে ফেললেন। জনপ্রিয় একটি ফ্যাশন ওয়েবসাইট এর বিজ্ঞাপনের মডেল হিসাবে ধরা দিলেন নিজেকে।
নেট দুনিয়ায় বরাবরই চর্চায় থাকেন সারা। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা বেশ ভালো। বিজ্ঞাপনের মডেল হিসাবে এটিই সারার প্রথম আত্মপ্রকাশ। বিজ্ঞাপনের জন্য বিভিন্ন পোশাকে সাবলীল মডেলদের মতোই দেখা গেছে সচিন কন্যাকে। তাহলে কি সারা এবার বিনোদন জগতেই নিজের ভাগ্য পরীক্ষা করবে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। ইনস্টাগ্রামে এই বিজ্ঞাপনটিকে বেশ পছন্দ করেছেন তার অনুগামীরা।


No comments:
Post a Comment