Breaking

Wednesday, December 8, 2021

ISL 2021-22 : ফের হার হলো ইস্টবেঙ্গলের

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- আইএসএল এর এই মরশুমে সমস্যা যেনো পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। এই মরশুমে একটিও জয় এখনও আসলো না লাল - হলুদ বাহিনীর কাছে। এসসি ইস্টবেঙ্গল এই ম্যাচেও ৪-৩ গোলে হারলো এফসি গোয়ার কাছে। এই মরশুমে এটাই গোয়ার প্রথম জয়। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলে গোয়া। ইস্টবেঙ্গল প্রথম থেকেই চাপে পড়ে যায়। ১৪ মিনিটের মাথায় নগুয়েরা - র গোলে এগিয়ে যায় গোয়া (১-০)। গোলরক্ষক শুভম গোল বাঁচানোর কোনো সুযোগই পায়নি। এরপর ২৬ মিনিটের মাথায় আন্তোনিও পেরোসেভিচ এর গোলে ইস্টবেঙ্গল গোল শোধ করে (১-১)। ওর্টিজ ৩২ মিনিটের মাথায় গোল করে ফের এগিয়ে নিয়ে যায় গোয়াকে (২-১)। আমির দেরভিসেভিচ ৩৭ মিনিটে ফ্রিকিকে গোল করে গোল শোধ দেন (২-২)। বিরতির আগে ফের ব্যাবধান বাড়ায় গোয়া। ইস্টবেঙ্গলের প্রথম গোলের নায়ক পেরোসেভিচ আত্মঘাতী গোল করেন (৩-২)। প্রথমার্ধের খেলা শেষ হয় ৩-২ গোলে। 

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের মাথায় পেরোসেভিচ গোল করে ভুল শোধরান (৩-৩)। এরপর ৭৯ মিনিটের মাথায় গোল করে গোয়া ফের এগিয়ে যায় (৪-৩)। খেলা শেষ হওয়ার আগে আর কোনো গোল হয়নি। ফলে এই ম্যাচে ফের হারের সম্মুখীন হতে হয় ইস্টবেঙ্গলকে।

No comments:

Post a Comment

Adbox