প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের বোলার আজাজ প্যাটেল। ভারত ৩২৫ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে।
নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শুরু করলে ব্যাটিং বিপর্জয়ের মুখে পড়ে। মোহাম্মদ সিরাজ, রবীচন্দ্রন অশ্বিন ও আকসার প্যাটেল এর আগুন ঝরানো বোলিংয়ের কাছে কুপোকাত হয়ে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। এদিন নিউজিল্যান্ড মাত্র ২৮.১ ওভারে ৬২ রানে অলআউট হয়ে যায়। কোনো ব্যাটসম্যানই ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ভারতের থেকে ২৬৩ রানে পিছিয়ে থাকে। এই ম্যাচে কেন উইলিয়ামসন না খেলায় তাদের ব্যাটিং একেবারে গুড়িয়ে যায়। এটিই নিউজিল্যান্ডের সবথেকে ছোট স্কোর (৬২/১০) ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে।
নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতে মোহাম্মদ সিরাজ সাজঘরে পাঠান টম লাথাম, উইল ইয়াং ও রস টেলরকে। সিরাজ এই ইনিংসে ৩ টি উইকেট নিয়ে প্রথমেই চাপে ফেলে দেয় প্রতিপক্ষকে।
এরপর ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন মাত্র ৮ রান দিয়ে ৪ টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস একেবারে শেষ করে দেয়। আকসার প্যাটেল ২ টি ও জয়ন্ত যাদব ১ টি উইকেট নেন। এরপর ভারত তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে।


No comments:
Post a Comment