Breaking

Saturday, December 4, 2021

IND vs NZ : এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আজাজ প্যাটেল

প্রদীপ কুমার সাঁতরা , আমার কলম :-  শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে ঘটে গেল এমন এক ঘটনা যা ইতিহাসে মাত্র এর আগে দু'বার ঘটেছে। এই নিয়ে ঘটলো তৃতীয় বার। এদিন দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসের সব কটি উইকেট নিলেন নিউজিল্যান্ডের বোলার আজাজ প্যাটেল। এই আগে একটি ইনিংসে ১০ টি উইকেট নিয়েছিলেন জিম লেকার ও অনিল কুম্বলে। সুদীর্ঘ ১৪৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই ঘটনা ঘটেছে মাত্র তিন বার। আজাজ প্যাটেল এর ১০ উইকেট নেওয়ার আগে এই ঘটনা ঘটেছিল ২২ বছর আগে। ২২ বছর পরে ২২ গজে ঘটলো আবার এই ঐতিহাসিক ঘটনা। এই ম্যাচের প্রথম ইনিংসে আজাজ প্যাটেল ৪৭.৫ ওভার বল করে ১১৯ রান দিয়ে তুলে নেন ১০ টি উইকেট। অাজাজ ১২ টি মেডেন ওভার করেন। আজাজ প্যাটেল হলেন পৃথিবীর একমাত্র প্রথম বোলার যিনি বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ টি উইকেট নিয়েছেন। এর আগে কেউ এই কাজ করেননি। 

ভারত ৪ উইকেটে ২২১ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে খেলতে নামে। আগের দিন আজাজ প্যাটেল নিয়েছিলেন ৪ টি উইকেট। আর আজ নিলেন বাকি ৬ টি উইকেট। ভারত তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩২৫ রানে। মায়াঙ্ক আগারওয়াল এদিন ১৫০ রান সম্পূর্ণ করেন। আকসার প্যাটেল ৫২ রানের একটি ইনিংস খেলেন।

No comments:

Post a Comment

Adbox