ঘটনা সম্পর্কে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা জীতেন মন্ডলের সাথে আহতদের পরিবারের সাথে একটি জমির সংক্রান্ত বিষয় নিয়ে পুরানো বিবাদ রয়েছে। আর সেই পুরানো বিপদের জেরে গত বৃহস্পতিবার দুই পরিবারের মধ্যে গোন্ডগোল শুরু হয়। তার জেরে শকুন্তলা মন্ডলকে একা দেখতে পেয়ে জীতেন মন্ডল সহ তার পরিবারের লোকজনেরা বেধরক মারধর রক্তাক্ত করে পা ভেঙে দেয় বলে অভিযোগ। শকুন্তলা মন্ডলের স্বামী শীতেশ মন্ডল শারীরিক প্রতিবন্ধী রয়েছেন।
বর্তমানে ভিক্ষাবৃত্তি করে সংসার জীবন যাপন করেন তিনি। শকুন্তলাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে বাঁচাতে ছুটে আসেন দিপালী মন্ডল। তাকেও ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে বলে অভিযোগ। দিপালী মন্ডল পাঁচ মাসের গর্ভবতী রয়েছে দাবি তার স্বামী জয়ন্ত মন্ডলের। এই ঘটনার জেরে আরো এক মহিলা আহত হয়েছে। গুরুতর জখম রক্তাক্ত অবস্থায় তিন মহিলাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পর আহতদের মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুরো ঘটনার বিবরণ দিয়ে মানিকচক থানায় চার জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে মালদা মেডিকেল কলেজে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহতরা।


No comments:
Post a Comment