Breaking

Saturday, August 5, 2023

কার্পেট কাজ পরিদর্শণ করলেন রাজ্যের এমএসএমই বিভাগের ডিরেক্টর

নিজস্ব প্রতিনিধি, মালদা :- কার্পেট কাজ পরিদর্শণ করলেন রাজ্যের এমএসএমই বিভাগের ডিরেক্টর। শুক্রবার মালদহের ইংলিশ বাজার ব্লকের সাতটারি গ্রামে একাধিক ক্ষুদ্র কার্পেট কারখানা গুলো পরিদর্শণ করেন এমএসএমই বিভাগের ডাইরেক্টর রাজিব কুমার ঘোষ। মালদা জেলায় প্রায় ৮ হাজারেরও বেশী শ্রমিক কার্পেট কাজের সঙ্গে যুক্ত। পেটের দায়ে ভিন রাজ্যে কার্পেট কাজে পাড়ি দেন জেলার কয়েজ হাজার কার্পেট শ্রমিক। 

বর্তমানে মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের সাতটারি, কাজীগ্রাম, অমৃতি ও মানিকচক ব্লকের এনায়েতপুর, মথুরাপুর, ধরমপূর , ভবানীপুর সহ একাধিক এলাকায় বাড়িতে ক্ষুদ্র কারখানা তৈরি করে কার্পেট তৈরির কাজ শুরু করেছেন কার্পেট শ্রমিকরা। যদিও কার্পেট তৈরির কাচা মাল আনতে অসুবিধার সম্মুখীন হতে হয় কার্পেট শ্রমিকদের। ভিন রাজ্য উত্তর প্রদেশ থেকে কাচা মাল আমদানি ও কার্পেট তৈরির পর সেখানেই রপ্তানি করা হয়। তাই শ্রমিকদের কথা মাথায় রেখে কার্পেট রপ্তানির জন্য জেলায় মেগা কার্পেট হাব করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। 

আর এবারে মালদায় জেলায় একাধিক শিল্প ও কার্পেট কাজের মান উন্নত করতে জেলার একাধিক এলাকায় কার্পেট কারখানা ও ক্ষুদ্র বস্ত্র শিল্প কারখানা পরিদর্শণ করেন রাজ্যের এমএসএমই বিভাগের ডাইরেক্টর রাজিব কুমার ঘোষ। পরিদর্শণ করে কারখানা গুলোতে কার্পেট তৈরীর লুমের কাজ খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি কার্পেট শ্রমিকদের কাজের প্রতি উৎসাহ বাড়াতে রাজ্য সরকারের দ্বারা সমস্ত রকম সাহায্য প্রদানের আশ্বাস দেন তিনি। 


No comments:

Post a Comment

Adbox