নিজস্ব প্রতিনিধি, মালদা :- তৃনমূল পরিচালিত রাজ্যের প্রতিমন্ত্রী তাজমূল হোসেনের গড়ে হরিশ্চন্দ্রপুর ও মহেন্দ্রপুর দুই গ্রাম পঞ্চায়েতে আজ দুপুর বারোটা নাগাদ বোর্ড গঠন হতে চলেছে। সকাল থেকেই কঠোর পুলিশি নিরাপত্তা রয়েছে পঞ্চায়েত এলাকা জুড়ে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। কার দখলে যাবে দুই গ্রাম পঞ্চায়েত আপডেট পেতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে।
২০ আসন বিশিষ্ট মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃনমূল পেয়েছে ৯ টি, সিপিআইএম পেয়েছে ৫ টি, কংগ্রেস পেয়েছে ৫ টি ও নির্দল পেয়েছে ১ টি আসন। বাম কংগ্রেস জোটকে সমর্থন করেছে নির্দল। অপরদিকে ৩০ আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃনমূল পেয়েছে ১২ টি, বিজেপি পেয়েছে ৬ টি, সিপিআইএম পেয়েছে ৪ টি, কংগ্রেস পেয়েছে ৭ টি ও নির্দল পেয়েছে ১ টি আসন। বাম কংগ্রেস জোটকে সমর্থন করেছে বিজেপি ও নির্দল।
উল্লেখ্য,চলতি মাসের ১২ তারিখ ছিল হরিশ্চন্দ্রপুর ও মহেন্দ্রপুর দুই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া। পুলিশ ফোর্সের অভাব দেখিয়ে স্থগিত করে দেন প্রশাসন। আজ পুনরায় ওই দুই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হতে চলেছে।


No comments:
Post a Comment