স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে পূজোর জিনিস কিনে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। ঠিক সেই সময় অমৃতি থেকে কালিয়াচক গামী একটি ১৪ চাকার লরি ওই বৃদ্ধাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধার। এরপর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে।
যদিও পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।


No comments:
Post a Comment