স্পোর্টস ডেস্ক, আমার কলম :- কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মরক্কোর সামনে প্রতিপক্ষ ছিল ফ্রান্স। কাতার বিশ্বকাপের স্বপ্নের দৌড়ে মরক্কো, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করে, বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো ফুটবলের মহাশক্তিধর দেশকে একের পর এক হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল।
কিন্তু মরক্কোর সেই স্বপ্নের দৌড় থামিয়ে দিল ফ্রান্স। দ্বিতীয় সেমি-ফাইনালে আফ্রিকা থেকে বিশ্বকাপ নকআউটে ওঠা প্রথম দেশটিকে ২-০ গোলে ফরাসিরা হারিয়ে দিল। ফ্রান্সের হয়ে গোল করেন থিয়ো হের্নান্দেস এবং রান্দাল কোলো মুয়ানি।
আশরফ হাকিমি, হাকিম জিয়েচরা বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে গেলো। মরক্কোর স্বপ্নের দৌড় থামিয়ে দিলেন এমবাপেরা। আগামী রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। এখন এটাই দেখার কাতার বিশ্বকাপের শেষ হাসিটা কে হাসবে?
No comments:
Post a Comment