ওয়েব ডেস্ক :- বুধবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়া থানা ঘেরাও করে সিপিআইএম কর্মীরা। গত মঙ্গলবার, বাউড়িয়ার বোউলখালিতে অবস্থিত সিপিআইএম এর দলীয় কার্যালয়ে ঢুকে বাম নেতা দিলীপ মণ্ডলকে মারধর করে কিছু দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ সিপিআইএম নেতৃত্বের।
আর এই দুষ্কৃতী হামলার এবং মারধরের অভিযোগ জানিয়ে স্থানীয় বাম নেতৃত্বরা মঙ্গলবারই বাউড়িয়া থানায় লিখিত অভিযোগ জানায়। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের হাতে অধরা দুষ্কৃতীরা। আর তাই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে সিপিআইএম কর্মীরা ঘেরাও করে বাউড়িয়া থানা।
এদিন বাউড়িয়ার ফোর্টগ্লাষ্টার মোড় থেকে মিছিল করে বাম কর্মীরা বাউড়িয়া থানা ঘেরাওয়ে যান। থানার সামনে বিক্ষোভ দেখান বাম কর্মীরা এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে একটি স্বারক লিপি তুলে দেন।
No comments:
Post a Comment