Breaking

Thursday, August 18, 2022

বাংলা ভাষাতেও মুক্তি পাবে 'আনন্দমঠ' নিয়ে সিনেমা

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- পরিচালক রাম কমল মুখোপাধ্যায়, বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ১২৮ তম মৃত্যু বার্ষিকীতে তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি 'আনন্দমঠ' নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। 

আর সেই ছবির মোশন পোস্টার মুক্তি পেয়েছে। সিনেমাটির নাম হলো - '১৭৭০ এক সংগ্রাম'। এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ এই ছবির গল্প লিখেছেন। 

ঘোষণা করা হয়েছে এই সিনেমাটি, হিন্দি, তেলুগু ও তামিল ভাষার পাশাপাশি মালায়ালি, কন্নড় এবং বাংলা ভাষাতেও সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Adbox