Breaking

Sunday, August 14, 2022

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান রেড রোডে, দর্শকদের প্রবেশে ফের অনুমতি!

ডেস্ক রিপোর্ট , আমার কলম :- দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে রেড রোডে। অবশেষে ২ বছর পর ফের দর্শকদের প্রবেশের অনুমতি দিল রাজ্য সরকার। 

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলছে রেড রোডে কড়া নিরাপত্তার মধ্যে। সমগ্র রেড রোডকে ভাগ করা হয়েছে মোট ১৩ টি জোনে। আর ১ জন করে ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার দায়িত্বে থাকবেন প্রত্যেক জোনের। লালবাজারের ১,২০০ জন পুলিশকর্মী কর্তব্যরত থাকবেন। 

ইতিমধ্যেই গোটা রেড রোডকে তাঁরা নিরপত্তার চাদরে মুড়ে ফেলেছেন। এছাড়াও শহরের রাজপথ সহ একাধিক ঐতিহাসিক সৌধ গুলিতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

No comments:

Post a Comment

Adbox