ডেস্ক রিপোর্ট , আমার কলম :- আজ ভাতৃত্বের উৎসব রাখি বন্ধন উৎসব। আজ সারা দেশের পাশাপাশি গোটা বাংলা জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আর এই ভাতৃত্বের উৎসব রাখি বন্ধন উৎসব পালিত হল হাওড়ার উলুবেড়িয়া পৌরসভায়।
এদিন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রাঙ্গণে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ও ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান এর নেতৃত্বে এবং উপস্থিতিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এদিন উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষদের হাতে ভাতৃত্বের প্রতীক হিসেবে রাখি পড়িয়ে দেওয়া হয়।
উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস নিজে হাতে পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পড়িয়ে দেন। রাখি পড়িয়ে দেন ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু।
এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার - আকবর শেখ, স্বপ্না সেন, রীতা ব্যানার্জী, মইনুদ্দিন মিদ্দে, অসিরঞ্জন অধিকারী সহ সকল ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন ও অসিত ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।
No comments:
Post a Comment