ডেস্ক রিপোর্ট :- বুধবার আইপিএলে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ১৬১ রান স্কোর বোর্ডে তোলে।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬ ওভারেই ৫ উইকেটের বিনিময়ে সেই রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কলকাতা এই ম্যাচে ৫ উইকেটে জয়ী হয়। এই ম্যাচে সূর্যকুমার যাদব ৩৬ বলে ৫২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন।
ভেঙ্কটেশ আইয়ার ৪১ বলে অপরাজিত ৫০ রান করেন। প্যাট কামিন্স ১৫ বলে অপরাজিত ৫৬ রান করেন। প্যাট কামিন্স এর ব্যাটে ভর করে অনায়াসেই ম্যাচে জয় পায় কলকাতা। কামিন্স এর সামনে মুম্বাই বোলারদের অসহায় মনে হচ্ছিল।


No comments:
Post a Comment