Breaking

Friday, April 1, 2022

IPL 2022 : সিএসকে-কে হারিয়ে জয়ী লখনউ

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- লখনউ সুপার জায়ান্টস, বৃহস্পতিবার, টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ৭ উইকেট হারিয়ে ২১০ রান স্কোর বোর্ডে তোলে। রবীন উথাপ্পা ২৭ বলে ৫০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। শিভম দুবে ৩০ বলে করেন ৪৯ রান। মইন আলি ২২ বলে ৩৫ রান করেন। আবেশ, আন্দ্রে, বিষ্ণোইরা ২টি করে উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৬ উইকেটে জিতে নেয়। ক্যাপ্টেন কে এল রাহুল ৪০ রান ও কুইন্টন ডি কক ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। 

এভিন লুইস মাত্র ২৩ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। লুইস তার এই ইনিংসে ৬ টি চার ও ৩ টি ছক্কা হাঁকান। আইপিএল ২০২২ এ লুইস এর করা অর্ধ-শতরানই এখনও পর্যন্ত দ্রুততম অর্ধ-শতরান। 

আয়ুস বাদনি ২ টি ছক্কার সাহায্যে ৯ বলে অপরাজিত ১৯ রান করে। এদিন চেন্নাই এর ডোয়েন ব্র্যাভো আইপিএলের ইতিহাসে সবচাইতে বেশী উইকেট পাওয়া বোলারের কৃতিত্ব অর্জন করেন। 

No comments:

Post a Comment

Adbox