Breaking

Wednesday, April 6, 2022

গ্রেপ্তারি ঠেকাতেই কি বুকে ব্যথা অনুব্রতর?

ডেস্ক রিপোর্ট :- অনুব্রত মণ্ডল রওনা হন সকালে চিনার পার্কের বাড়ি থেকে। এটা মনে করা হচ্ছিল, তিনি রওনা হয়েছেন সিবিআই অফিসের যাওয়ার জন্যই। 

এদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় নিজাম প্যালেসে। গোয়েন্দাদের বিশেষ দলও উপস্থিত হন। আচমকাই পথ বদলায় অনুব্রতর গাড়ির। সূত্র মারফত জানা গিয়েছে, বুকে ব্যাথার কারণে তিনি আবারও একবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে গেছেন। 

তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তার এই পদক্ষেপের মাধ্যমে তিনি নিজের গ্রেফতারি এড়াতে চাইছেন। 

No comments:

Post a Comment

Adbox