Breaking

Monday, March 7, 2022

IND vs SL, 1st Test, 2022 : শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে বড়ো জয় ভারতের

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- ভারত প্রথম ইনিংসে বিশাল রানের লক্ষ্যমাত্রা রাখে শ্রীলঙ্কার সামনে। যেটা করতে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ব্যর্থ হন। বিশাল রান করে ভারত নিজের জয় আগেই সুনিশ্চিত করে ফেলেছিল। রোহিতের নেতৃত্বে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারত এক ইনিংস ও ২২২ রানের বিশাল জয় পেলো। বিরাট কোহলির ১০০ তম ম্যাচে ভারত জিতলো। 
ভারত প্রথম ইনিংসে ৮ উইকেটে করে ৫৭৪ রান (ডিক্লেয়ার)। অন্যদিকে ভারতীয় বোলিং এর সামনে টিকতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করে ১৭৪ রান (অলআউট) ও দ্বিতীয় ইনিংসে ১৭৮ রান করে অলআউট হয়ে যায়। 
টেস্ট ক্রিকেটে রবীচন্দ্রন অশ্বিন ৪৩৫ টি উইকেট নিয়ে কপিল দেবকে টপকে গেলেন। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান ও বল হাতে ৯ টি উইকেট নেয় এই ম্যাচে। এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য রবীন্দ্র জাদেজা ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ভারত টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো। 

No comments:

Post a Comment

Adbox