ডেস্ক রিপোর্ট :- সৎ বাবা দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালাত কিশোরী মেয়ের উপর। আর মা'কে সেটা মুখ বুজে দেখতে হত দিনের পর দিন। এই নির্মম অমানবিক অত্যাচার মা ও মেয়ে কেউই আর সহ্য করতে পারেনি বেশিদিন।
সৎ বাবার অনুপস্থিতিতে লুকিয়ে খুন করার ছক কষে তারা দুজনে। আর ছক মত সেই কাজটি ঠিকমতো করেও ফেলে দুজনে। কিন্তু অবশেষে মা ও মেয়ে উভয়ই সেই খুনের কথা স্বীকার করে নিয়েছে পুলিশি জেরার মুখে।
হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে এই ঘটনাটি ঘটেছে। মৃতের নাম হল শেখ সালাম। পেশায় সেই ব্যাক্তি একটি সোনার দোকানের মালিক ছিলেন বলে সূত্র মারফত জানা গেছে।
No comments:
Post a Comment