ডেস্ক রিপোর্ট :- রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচন হবে ১২ এপ্রিল। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল।
উপনির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তাই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল জোরকদমে তার প্রচার চালাচ্ছেন।
আর সেই নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে আজ আসানসোলের কমলেশ্বরী মন্দির থেকে দেন্দুয়া বাজার পর্যন্ত প্রচার করলেন অগ্নিমিত্রা পাল। এদিন প্রথমে তিনি কমলেশ্বরী মন্দিরে পুজো দেন এবং তারপর আজকের নির্বাচনী প্রচার শুরু করেন।
এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিনি প্রচার করলেন। এই শোভাযাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।
No comments:
Post a Comment