Breaking

Tuesday, March 8, 2022

মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট :- সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। বাংলা পরীক্ষা ভালো না হওয়ায় এক মাধ্যমিক পরীক্ষার্থী আত্মহত্যা করল। ঘটনাটি ঘটেছে, বীরভূমের পাইকর থানার উত্তর রামচন্দ্রপুর গ্রামে। 

এই গ্রামেরই বাসিন্দা মহিমা খাতুন নিজের ঘরে সোমবার ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সকালে ছাত্রীর ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাইকর থানার পুলিশ, মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের সদস্যদের ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

No comments:

Post a Comment

Adbox