Breaking

Thursday, March 31, 2022

'কেষ্টদা'র বিস্ফোরক মন্তব্য

ডেস্ক রিপোর্ট :- বঙ্গ বিজেপি রামপুরহাট কাণ্ডের জন্য বারবার গ্রেফতারির দাবি তুলেছে বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের। এবার 'কেষ্টদা' এই ইস্যুতে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন বিস্ফোরক কথা বলে।  

অনুব্রত মণ্ডলের দাবি, তিনি সরিয়ে দিতে চেয়েছিলেন, বগটুই কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা আনারুল হোসেনকে। কিন্তু রামপুরহাট এর বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এর অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে জানান।  

বীরভূমের তৃণমূল সভাপতি জানিয়েছেন, রামপুরহাটের বিধায়কের অনুরোধে পঞ্চায়েত ভোট পর্যন্ত আনারুলকে রেখে দেওয়া হয়। 

No comments:

Post a Comment

Adbox